কলারোয়া বলফিল্ডের রাস্তা উন্মুক্ত করণে দাবীতে ইউএনও অফিসে দরখাস্ত
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া বলফিল্ডে যাতায়াতের রাস্তা উন্মুক্ত করণে দাবী জানিয়েছে এলাকাবাসী। এঘটনায় বোরবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত ভাবে গণদরখাস্ত দিয়েছে বীর মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী।
জানা গেছে, কলারোয়া জিকেএমকে সরকারী পাইলট হাইস্কুলের ফুটবল মাঠের পশ্চিম পাশে ডাকঘরের প্রাচীরের পাশ দিয়ে প্রধান সড়ক বলফিল্ড মাঠে প্রবেশের একটি রাস্তা ছিলো বা আছে। বিগত স্কুল পরিচালনা পরিষদ সেই রাস্তার উপর একটি অস্থায়ী দোকান ভাড়া দেয়ায় রাস্তাটি চলাচলের জন্য সম্পুর্ণ অনুপোযোগী হয়ে যায়। সেই থেকে আজ অব্দি এলাকার ফুলবল ও ক্রিকেট খেলোয়াড়সহ জনগণ খুবই দুর্ভোগে ভুগছে। রাস্তাটি জনগনের প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় রাস্তাটি উন্মুক্ত করার প্রয়োজন হয়ে পড়েছে।
এবিষয়ে নিয়ে দ্রুত রাস্তাটি উন্মুক্ত করণের দাবীতে এলাকাবাসীর পক্ষে ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রবিউল হোসেন সহ শত শত এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত ভাবে গণদরখাস্ত দিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন