পাকিস্তানের সামনে ভারতের রানের পাহাড়

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত। ম্যানচেস্টারে ৫ উইকেটে তারা করে ৩৩৬ রান।

বৃষ্টির কারণে ভারত পাকিস্তান ম্যাচ বন্ধ রয়েছে। তবে ভারতের ইনিংসের শেষ দিকে বৃষ্টি বাগড়া দেয়ার আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত। ম্যানচেস্টারে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৫ রান তুলেছে বিরাট কোহলির দল।

শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। মোহাম্মদ আমির রানের চাকা টেনে ধরলেও বাকিরা সেটা পারেননি। লোকেশ রাহুল ৫৭ রানে ফিরলেও বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান রোহিত শর্মা। ১১৩ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে রোহিত ফিরে যান। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২৬ রান। এমএস ধোনিকেও দাঁড়াতে দেননি মোহাম্মদ আমির। তবে বৃষ্টির আগ পর্যন্ত ৭১ রানে অপরাজিত থাকা বিরাট কোহলিকে বৃষ্টির পর ফেরান মোহাম্মদ আমির। তিনি করেন ৭৭ রান। আর ভারতের ইনিংস শেষ হয় ৩৩৬ রানে।

স্কোর:
ভারত ৩৩৬/৫ (৫০)
লোকেশ রাহুল ৫৭ (৭৮)
রহিত শর্মা ১৪০ (১১৩)
বিরাট কোহলি ৭৭ (৬৫)
হার্দিক পান্ডিয়া ২৬ (১৯)
এমএস ধোনি ১ (২)
বিজয় শঙ্কর ১৫* (১৫)
কেদার জাদব ৯* (৮)

বোলার
মোহাম্মদ আমির ১০-১-৪৭-৩
হাসান আলী ৯-০-৮৪-১
ওয়াহাব রিয়াজ ১০-০-৭১-১
ইমাদ ওয়াসিম ১০-০-৪৯-০
শাদাব খান ৯-০-৬১-০
শোয়েব মালিক ১-০-১১-০
মোহাম্মদ হাফিজ ১-০-১১-০