কলারোয়ায় বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ বুধবার সকাল ১১টার দিকে কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং “ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এনএটিপি)এর আওতায় উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ গ্রামে গাভী পালন সিআইজি ও নন-সিআইজিদের মাঝে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হয়েছে। উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা প্রাণি-সম্পদ দপ্তরের ভিএফএ আসাদ আলী, সীল মোঃ ইব্রাহিম হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ। উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রায় ৪’শ গরু ও ছাগল এবং ১হাজার হাঁস-মুরগির কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন