কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/images-1-6.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম চাঁন মিয়া (৪০)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া গ্রামের রাজু মিয়ার ছেলে।
বুধবার (১৫ জুন) সন্ধ্যার দিকে এ হত্যাকাণ্ড ঘটিয়ে ঘাতক ছোট ভাই আঙ্গুর মিয়া গা ঢাকা দিয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার (১৫ জুন) সন্ধ্যার দিকে বড় ভাই চাঁন মিয়ার সাথে ছোট ভাই আঙ্গুর মিয়ার কথা কাটাকাটির ঘটনা ঘটে।
এক পর্যায়ে আঙ্গুর মিয়া বড় ভাই চাঁন মিয়ার বুকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় চাঁন মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ রিপোর্ট লেখার সময় পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন