কিয়েভে পাল্টা প্রতিরোধ গড়েছে ইউক্রেন সেনাবাহিনী: গণমাধ্যম
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/IMG_20220310_123601-719x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানী কিয়েভের কাছে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ তৈরি করেছে ইউক্রেন সেনাবাহিনী। ইউক্রেনের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে এমন খবর জানিয়েছে।
ভাদিম দেনিসেনকো বরাতে গণমাধ্যমটি জানায়, ‘রাতটা খুবই কঠিন। তবুও আমরা বলতে পারি ইউক্রেন সেনাবাহিনী কিয়েভের আশপাশে রুশ সেনাবাহিনীকে পাল্টা জবাব দিচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা পাঁচটি ট্যাংক সাজিয়ে রেখেছি। সকালে কিয়েভের পশ্চিমাঞ্চলে কামান বহরের যুদ্ধের শব্দ শুনেছি। এখনো যুদ্ধ চলছে। এর বাইরে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
স্বাধীনভাবে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।
সূত্র: বিবিসি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন