কুড়িগ্রামে জেলা প্রশাসক ভলিবল টুর্ণামেন্ট শুরু
কুড়িগ্রামে জেলা প্রশাসক ভলিবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। টুর্ণামেন্টে ৯টি দল অংশগ্রহন করছে।
উদ্বোধনী খেলায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মুদাচ্ছির বিন আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন প্রমুখ।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক ভলিবল টুর্ণামেন্টে জেলার ৯টি উপজেলা অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় কুড়িগ্রাম সদর উপজেলা ৩-০ সেটে ফুলবাড়ী উপজেলাকে পরাজিত করেছে।
আগামিকাল শুক্রবারে দুটি খেলায় মুখোমুখী হবে রাজিবপুর ও নাগেশ্বরী উপজেলা এবং রৌমারী ও ভ‚রুঙ্গামারী উপজেলা।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, জেলা পর্যায়ে টুর্ণামেন্ট শেষে বিভাগীয় পর্যায়ে টুর্ণামেন্টটি শুরু হবে। আমরা আশা করছি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাটি কুড়িগ্রাম ভেন্যুতে আয়োজন করার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন