কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ দিনের ব‍্যবধানে দাম বেড়ে পেঁয়াজের কেজি ২২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে পেঁয়াজের কেজি ছিল ৯০ থেকে ১২০ টাকা। ক্রেতারা বলছেন অহেতুক সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। অপরদিকে বিক্রেতারা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বেড়ে গেছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী হাটে গিয়ে দেখা যায়, দেশি পেঁয়াজ ২২০ থেকে ২৪০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় পেঁয়াজ কিনতে হাটে আসা ক্রেতারা বিব্রতকর অবস্থায় পড়ছেন।

লুৎফর রহমান নামের এক ক্রেতা বলেন, পেঁয়াজের দাম জিজ্ঞাসা না করে বিক্রেতাকে এক কেজি পেঁয়াজ ব্যাগে ঢুকিয়ে দিতে বলেছিলাম। দাম শোনার পর ব্যাগ থেকে সাড়ে ৭০০ গ্রাম পেঁয়াজ বের করে দিয়েছি।

আব্দুল হাই নামের এক ক্রেতা বলেন, পেঁয়াজ কিনতে বাজারে এসেছি কিন্তু পেঁয়াজের দাম প্রতি কেজিতে আগের চেয়ে ১২০ টাকা বেশি। পেঁয়াজ কিনতে আসা সুকুমারী রানী বলেন, ৫০ টাকা দিয়ে ৭টা মাঝারি আকারের পেঁয়াজ কিনলাম।

পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে কয়েকজন বিক্রেতার নিকট জানতে চাইলে তারা বলেন, ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ তাই মহাজনরা দাম বাড়িয়ে দিয়েছেন। আমরাও বেশি দামে বিক্রি করছি।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, পেঁয়াজ দ্বিগুন দামে বিক্রি হচ্ছে জানতাম না। বিষয়টি দেখছি।