কুমিল্লার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আগামী ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা ২০২৩ উপলক্ষে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় স্কুল মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। সহকারী ইংরেজি শিক্ষক হুমায়ুন কবির এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো: মফিজ উদ্দিন। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মারুফ বাকি বিল্লাহ ,মোঃ মোসলেহ উদ্দিন, স্কুলের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো: মফিজ উদ্দিন বলেন, ভালো রেজাল্ট করার চেয়ে ভালো মানুষ হওয়া বেশী প্রয়োজন। বর্তমান সময়ে A+ খুব বেশি দেখা যায় কিন্তু সুশিক্ষিত দেখা যায় না। মাথার ঘাম পায়ে ফেলে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পর অনেক বাবা-মায়েরা হতাশাগ্রস্হ। ছেলে বড় অফিসার হয়ে বিলাসী জীবন যাপন করেন আর মা- বাবা থাকেন ভাঙা কুটির কিংবা বৃদ্ধাশ্রমে। শুধু ভালো ফলাফল করাই আমার কাম্য নয় আমি চাই ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা আদর্শ মানুষ হও।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবদুল লতিফ। উক্ত অনুষ্ঠানে ছাত্রীরা দোয়ায় শরিক হন তাদের শ্রেণীকক্ষ থেকে। বাকি সকল শিক্ষক-শিক্ষার্থীরা শরিক হন মসজিদে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন