কুমিল্লার মুরাদনগরে ২০০ অসহায় পরিবারের মাঝে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ
করোনা মোকাবেলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাঙ্গরা বাজার থানা যুবলীগ। করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
শনিবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনায় ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএথর অর্থায়নে উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার আন্দিকোট উচ্চ বিদ্যালয় মাঠে ২শত নি¤œ আয়ের মানুষের মাঝে চাল, আলু, তেল ও পেয়াজ বিতরণ করা হয়।
বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুলের পরিচালনায় ও আহবায়ক নাইয়ুম খাঁনের সভাপতিত্বে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য আলহাজ্ব মোঃ ইসমাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম ভূইয়া, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজের সাবেক ভিপি জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারোয়ার চিনু, সাবেক সহ-সভাপতি শাহ জালাল, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য হুমায়ুন কবির খাঁন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য প্রফেসর মাসুক, মিয়া মাসুম, আবু সাঈদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ কুদ্দুস, মোঃ বাছির, আনিসুর রহমান তানিম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, সজল সরকার, ফয়সাল আহম্মেদ জুয়েল, বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কাসেম, আন্দিকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আলীম, যুগ্ম আহবায়ক এমরান আহমেদ রিপন, নবী মোল্লা, গিয়াস উদ্দিন, মোঃ রফিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন