কুড়িগ্রামে ইয়াবাসহ দু’জন আটক
সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে পুলিশ সুপার কুড়িগ্রামের সৈয়দা জান্নাত আরা কুড়িগ্রামে দ্বায়িত্বগ্রহনের পর থেকে প্রতিদিন তার নির্দেশে সমগ্র জেলায় মাদক বিরোধী অভিযান চলছে এবং পুলিশ বেশ সফলও হচ্ছে।
শুক্রবার রৌমারী ও রাজিবপুর থানা পুলিশ মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৪৫০ পিচ ইয়াবাসহ দু’জন মাদক কারবারীকে আটক করেছে।
আটককৃতরা হলেন রেীমারী উপজেলার কাজাইকাটা গ্রামের রফিকুল ইসলাম। তার কাছ থেকে ৪০০ (চার শত) পিস ইয়াবা এবং রাজিবপুর উপজেলার সাজাই সরকারপাড়া গ্রামের মো.দুলাল কে ৫০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।
উভয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, ‘মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ বিভাগ কঠোর বস্থানে রয়েছে। এরূপ অভিযান অব্যাহত থাকবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন