কুড়িগ্রামে জেলা হত্যা দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/11/Kurigram-Jail-Hatta-Dibosh-photo-03.11.2021-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে আলোচনা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জেলা হত্যা দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা হয় এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সহ-সভাপতি চাষি এম.এ করিম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পিপি আব্রাহাম লিংকন, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।
বক্তারা জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জেল হত্যা নেপথ্য হোতাদের মুখোশ উন্মোচনের পাশাপাশি দন্ডপ্রাপ্তদের দন্ড কার্যকরের জোর দাবি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন