কুড়িগ্রামে টিসিবি’র পণ্য নিয়ে হুড়োহুড়ি
কুড়িগ্রামে নির্ধারিত স্পটে আমন্ত্রিত অতিথিরা টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর বিশৃংখলা সৃষ্টি হয়েছে। পণ্য বিতরণে কোন নিয়ম শৃংখলা না থাকায় গ্রহিতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। নারী কার্ডধারীরা পুরুষদের সাথে না পেরে তারা অনুষ্ঠান স্থল থেকে সড়ে যান। এসময় ক্ষোভে ফেঁটে পরেন উপকারভোগীরা।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রবিবার (২০মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভাসহ জেলার ২২টি স্পটে পণ্য বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এসময় কুড়িগ্রাম পৌরসভায় কার্যক্রমের উদ্বোধন করতে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পৌর মেয়র কাজিউল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা। তারা কয়েকজনকে পণ্য বিতরণের পর চলে যান। এরপরেই শুরু হয় হট্টগোল।
পৌর কাউন্সিল রোস্তম আলী তোতা জানান, আমার ২নং ওয়ার্ডের লোকজন বিশৃংখলা দেখে কয়েকজন কার্ড ছিঁড়ে ফেলে চলে গেছে। টাকা দিয়ে পণ্য নিতে এসে ভোগান্তিতে পরে ক্ষোভ প্রকাশ করেন কার্ডধারীরা। কুড়িগ্রামে পবিত্র রমজান মাসে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য পাচ্ছে ২লক্ষ ৭৭ হাজার ৮৮০জন।
এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, আমরা সেখানে থাকা অবস্থায় কোন সমস্যা হয়নি। কার্ডধারীরা যতক্ষন থাকবে ততক্ষন পণ্য দেয়া হবে। এমনটি হওয়ার কথা নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন