কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/bhurungamari-news-pic-24.01.23_1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এথলেটিকস প্রতিযোগিতা উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিরণ ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন