কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/IMG20230304132315-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
“শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার” এই প্রদিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্মেলিত শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ ) সকালে র্যালীর মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলিত শিক্ষক পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্মেলিত শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।
অন্যান্যদের মধ্যে জেলা সম্মেলিত শিক্ষক পরিষদের সমন্বয়ক সাইফুল ইসলাম ও হারুন-অর- রশিদ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তাহমিদুল হক তুপুল, বাউসমারি ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, আমজাদ হোসেন প্রমুখ।
উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজ পর্যায় কর্মরত শিক্ষকদের নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সম্মেলনে গোটা উপজেলা থেকে সহস্রাধিক শিক্ষক অংশ গ্রহন করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন