কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/IMG20221004120610-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা সহকারী প্রগ্রামার রুবেল সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন।এসময় উপজেলার ১০ ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু। কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন