ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অচেতন করে টাকা ও স্বর্নালংকার চুরি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খাবারে সাথে চেতনা নাশক প্রয়োগ করে পরিবারের সদস্যদের ঘুম পাড়িয়ে এক প্রধান শিক্ষকের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুবৃত্তরা।

সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার চন্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ জানান, গত সোমবার রাত ১০টা দিকে তিনি জাবরহাট উপশহর থেকে করনাই বাসায় ফেরার পর দেখতে পান তার পরিবারের লোকজন ঘুমাচ্ছেন। তিনি তার স্ত্রীকে ডাকা ডাকি করে জাগানোর চেষ্টা করেন। কিন্তু তার স্ত্রী তেমন সাড়া দেননি। পরে তিনিও ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার মা ঘুম থেকে জেগে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের ডেকে তোলেন।

এরপর দেখা যায় ঘরের আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পাঁচ হাজার টাকা নাই। ধারণা করা হচ্ছে, দুবৃত্তরা চেতনা নাশক প্রয়োগ করে বাড়ির লোকজনদের ঘুম পাড়িয়ে সোনা ও টাকা চুরি করে নিয়ে গেছেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঐ ইউনিয়নের চেয়ারম্যান তাকে মোবাইলে বিষয়টি জানিয়েছেন। তবে লিখিত কোন অভিযোগ পাননি।