কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সম্প্রাসারনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন‍্যান‍্য অংশীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল‍্যান মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড: মো:এনামুল হক ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিট স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক (গবেষনা) ড:সৈয়দা নওশীন পর্ণিনী। এসময় উপজেলা পরিষদ চেয়ারম‍্যান নূরন্নবী চৌধুরী, প্রেজেন্ট কনসালটেন্ট এমদাদুল হক, ভূরুঙ্গামারী স্বাহ‍্য কমপে­ক্সর আবাসিক মেডিক্যাল অফিসার(আরএমও) রাজু আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান জালাল উদ্দিন মন্ডল, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, উপজেলার দশ ইউনিয়নের চেয়ারম‍্যান ও ইউপি সদস‍্যগনসহ অন‍্যান‍্য অংশীজন উপস্থিত ছিলেন।