ট্রলার, মাছ, জাল জব্দ
কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারী জেলেদের জরিমানা
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গপ সাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৪টি মাছ ধরার ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।
শুক্রবার রাতে বঙ্গোপসাগরের চর বিজয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ মন সামুদ্রিক মাছ ও ১ লাখ মিটার ঘঁন ফাসের জাল জব্দ করা হয়।
পরে রাত এগারোটার দিকে ট্রলার মালিক আসাদুলের কাছ থেকে ২০ হাজার টাকা, মোশারেফের কাছ থেকে ২০ হাজার, আলামীনের কাছ থেকে ২০ হাজার টাকা ও ছোট ট্রলার মালিক হানিফের কাছ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা আদায় করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
পরে আটকৃত জেলেদের কাছ থেকে মুচলেখা রেখে ছেড়ে দেয়া হলেও ট্রলার ও জাল নিষেধাজ্ঞাকালীন সময় পর্যন্ত জব্দ করে রাখা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন