কেমন হতে যাচ্ছে আইফোন এইট?
অ্যাপলের আগামী দিনের স্মার্টফোন আইফোন এইট কেমন হতে যাচ্ছে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। স্মার্টফোন কোম্পানিগুলো তাদের পরিকল্পনা আগে থেকে প্রকাশ না করলেও প্রযুক্তিপ্রেমীরা সেই স্মার্টফোনটি নিয়ে তাদের কল্পনার জগৎ সাজিয়ে ফেলেছেন।
বিভিন্ন ফাঁস হওয়া খবরে, বিভিন্ন গোপন সূত্রে যেসব খবর চাউর হচ্ছে সেখানে দেখা যাচ্ছে, আইফোন এইট-এ নতুন ধরণের গ্লাস থাকবে, স্টেইনলেস স্টিলের ডিজাইন হবে, ওয়ারলেস চার্জিং সুবিধা থাকবে আর থাকবে না কোনো হেডফোন জ্যাক এবং হোম বাটন।
একটি উড়ো খবরে জানা যায় ডিসপ্লের নিচে থাকবে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট। কিন্তু আবার আরেকটি খবরে জানা যায় ফিঙ্গারপ্রিন্ট থাকছে না। কেউ আসলে সত্যি করে বলতে পারছে না কোনটি আসল খবর। অ্যাপল নিয়ে যারা নিয়মিত খোঁজখবর রাখে তারাও বলতে পারছে না।
ম্যাশাবল ডট কমে বলা হয় অ্যাপল যদি আইফোন এইট থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উঠিয়ে দেয় তাহলে তার জায়গায় কোনটি আসছে? এটা সহজে ভাঙ্গা যায় এমন কোন পিন কোড নিয়ে আসবে?
স্যামসাং গ্যালাক্সির মতো ফেইস সেন্সর কি ব্যবহার করা হবে? কিন্তু অনেক ব্যবহারকারী জানিয়েছে ফেইস সেন্সর অন্ধকারে কাজ করে না।
অ্যাপল তার আইফোন এইট নিয়ে ভক্তদের আকর্ষণ ধরে রেখেছেন। বাজারে আসলেই এটা বেশ ঝড় তুলবে বলে আশা করা যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন