ক্লাসে পড়া না পারায় চতুর্থ শ্রেণীর ছাত্রকে নির্মম নির্যাতন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/bogra-tor-131176.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ক্লাসে পড়া না পারার কারণে বগুড়ায় চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গত রোববার সোনাতলা উপজেলার উত্তর সুখানপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিক্ষার্থী জানায়, ক্লাসে পড়া না পারার কারণে প্রধান শিক্ষক তৈবুর রহমান তাকে বিভিন্নভাবে মারধর করে। এসময় অজ্ঞান হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় বুধবার বগুড়া সদরের মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিক্ষার্থীকে।
এদিকে হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিযুক্ত শিক্ষকের পক্ষ থেকে হুমকি দেয়া হয় বলেও অভিযোগ স্বজনদের। নির্যাতনের ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন