খাগড়াছড়িতে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২—২৩এর আওতায় জেলা ক্রীড়া অফিস কতৃর্ক সাঁতার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২—২৩এর আওতায় জেলা ক্রীড়া অফিস কতৃর্ক সাঁতার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা আয়োজিত সদর উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়।
শনিবার ১০ই জুন বিকেল ৫টায় খাগড়াছড়ি জেলা সদরে অবস্থিত সিস্টেম রেস্টুরেন্ট—২ এর হল রুমে প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মারমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ক্রিড়া অফিসের জেলা কর্মকর্তা মো: আফাস উদ্দিন, মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ পরিচালনা করেন, গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(ক্রীড়া) উজ্জল চৌধুরী।
এসময় এলাকার প্রশিক্ষণার্থী ৩০(ত্রিশ) জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন