খাগড়াছড়ির রামগড় জোন দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা ৪৩বিজিবি’র জোন দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে। জেলার রামগড় উপজেলার অনগ্রসর ও দূর্গম এলাকায় দিনব্যাপী হতদরিদ্র ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি এর রামগড় জোন(৪৩ বিজিবি)।

রোববার সকালে (১১ জুন) রামগড় জোন(৪৩ বিজিবি) কর্তৃক দাতারামপাড়া ও যৌথ খামার এলাকায় এ চিকিৎসা সেবা দেয়া হয়।

বিজিবি সূত্র জানায়, রামগড় উপজেলার দাতারামপাড়া ও যৌথ খামার এলাকায় বসবাসরত দুস্থ পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে রামগড় জোন(৪৩ বিজিবি) কর্তৃক ২জন ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পেইনে সর্বমোট ১৭৭জন দুস্থ পাহাড়ী ও বাঙ্গালী জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ গ্রহণ করেন।
চিকিৎসা সেবা প্রদানকালে রামগড় জোন অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন(৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা মূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।

এছাড়াও গরীব ও দুঃস্থ জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন(৪৩ বিজিবি) কর্তৃক উন্নয়নমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।