খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১০ই জুন) সকালে খাগড়াছড়ি শহরের একটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা পিসিসিপির সভাপতি সুমন আহমেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিসিএনপির চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান। তিনি ছাত্র পরিষদকে সামনের দিকে এগিয়ে যেতে তাদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন, পিসিএনপির মহাসচিব মো: আলমগীর কবির, কেন্দ্রীয়সহ সাধারণ সম্পাদক মো: আবদুল মজিদ, সহ—সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো: লোকমান হোসাইন, চট্টগ্রাম মহানগর পিসিএনপির সভাপতি অধ্যাপক মুজাহিদুল ইসলাম বাতেন, সিনিয়র সহ—সভাপতি খোশাল খান, পিসিএমপির কেন্দ্রীয় সভাপতি সালমা আহমেদ মৌ, খাগড়াছড়ি জেলা সভাপতি হাসিনা আকতার, সাধারণ সম্পাদক জোহরা আক্তার, সাংগঠনিক সম্পাদক কুলসুম আকতার, খাগড়াছড়ি পৌর পিসিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন বাবু, দীঘিনালা উপজেলা সভাপতি মো: জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মনসুর আলম হীরা, মাটিরাঙা উপজেলা পিসিএনপির সভাপতি মো: জালাল, পৌর সাধারণ সম্পাদক মো: রাসেল, মহালছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মো: মাহবুব প্রমুখ।
এছাড়াও ছাত্র পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, পিসিসিপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো: আতাউর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: আসাদ উল্লাহ, কেন্দ্রীয় সহ—সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন কায়েস, রাঙামাটি জেলা সভাপতি মো: হাবিব আজম, বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক মো: আহসান হাবিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পিসিসিপির সাধারণ সম্পাদক মো: তারেক, খাগড়াছড়ি জেলা পিসিসিপির সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম প্রমুখ।
এ সময় পিসিসিপির জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন