খাগড়াছড়ির পানছড়িতে কালভার্ট ভেঙে চুরি হওয়া রড উদ্ধার

খাগড়াছড়ি পার্বত্য জেলা পানছড়ি উপজেলাতে কালভার্ট ভেঙে চুরি হওয়া রড উদ্ধার করা হয়েছে। জেলার পানছড়ি উপজেলায় পরিত্যক্ত আরসিসি ব্রিজ(সেতু) ও একটি কালভার্ট ভেঙে রড চুরি করেছিল দুর্বত্তরা।

চুরি হওয়া রডের মধ্যে বুধবার (২৬ এপ্রিল) ৭৫৫কেজি উদ্ধার করা হয়েছে। এর আগে এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। আদালত মামলাটির দায়িত্বভার প্রদান করেন খাগড়াছড়ি ডিবিকে।

খাগড়াছড়ি’র ডিবি পরিদর্শক মো: শামসুজ্জামান জানান, মামলাটির দায়িত্বভার হাতে পাওয়ার পর বিভিন্ন ভাবে তদন্ত শুরু করি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি টিএন্ডটি নাজমুলের বসত ঘরের পিছন থেকে ৫৮পিস বিভিন্ন সাইজের রড উদ্ধার করতে সক্ষম হয়। যার ওজন প্রায় ৭৫৫কেজি।

রডগুলো বর্তমানে পানছড়ি থানা হেফাজতে আছে। তদন্ত অব্যাহত রয়েছে। সাক্ষ্য-প্রমাণ সবকিছু হাতে এলেই বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।