খাগড়াছড়ির রামগড় বিজিবির অভিযানে ভারতীয় ঔষধ জব্দ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় সুজা মিয়ার চরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ঔষধ জব্দ করেছে রামগড় ব্যাটালিয়ন(৪৩ বিজিবি) এর সদস্যরা।
গতকাল বুধবার (৯ই আগষ্ট) রাতে রামগড় থানার অন্তর্গত সুজা মিয়ার চর নামক স্থান হতে এসব ঔষধ জব্দ করা হয়।
জানা গেছে, রামগড় ব্যাটালিয়ন(৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো: জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত সুজা মিয়ার চর নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার ৩,৫৬০ পিস ঔষধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় জব্দ রামগড় থানায় সাধারণ ডায়েরি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন