খাগড়াছড়িতে কর্মহীন, অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে বিজিবি’র  ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে কর্মহীন, অসহায়, গরিব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। জেলা ৯টি উপজেলাতে ১০হাজার কর্মহীন, অসহায়, গরিব ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার(৬ই জুলাই) সকাল ৯টায় পৌর এলাকার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ত্রাণ বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, মহামারির কারণে জেলার অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে। তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এই কার্যক্রম চালু হয়েছে। জেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দের অর্থায়নে আমাদের এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমরা চাই কেউ যেন না খেয়ে থাকে।

কার্যক্রম উদ্বোধন করেন ২৯৮নং খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তুু নির্দিষ্টকরণ ও পুর্ণবাসন সমপর্কিত টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় অতিথি হিসেবে ছিলেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভা মেয়র ও জেলা আ.লীগ সাধারণত সম্পাদক নির্মুলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, মংক্যচিং চৌধুরী, শুভ মঙ্গল চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, এডভোকেট আশুতোষ চাকমা প্রমুখ।

তিনি আরও বলেন, সব সময় মাস্ক ব্যবহার করতে হবে। সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে এই পাহাড়ের মানুষ মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি লাভ করতে পারবে। সচেতন না হলে এই মহামারি থেকে কেউ রক্ষা পাবে না।

জেলা শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এরপর গোলাবাড়ি ইউপি, মাটিরাঙা, গুইমারা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি এবং রামগড় দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হবে।

ত্রাণের মধ্যে চাল ১০কেজি, ডাল এক কেজি, পেঁয়াজ এক কেজি, লবণ এক কেজি, সয়াবিন তেল এক কেজি ও ২ কেজি দিয়ে প্রতিটি প্যাকেট তৈরি করা হয়েছে।

গুইমারা উপজেলা:

পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, এ মহামারী থেকে বাচঁতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মহামারী করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতনতার কোন বিকল্প নেই। ভয় করে নয়, স্বাস্থ্যবিধি মেনেই জয় করতে হবে করোনা। এ মহামারী থেকে মুক্তি পেতে হবে সকলকে। করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার(৬ই জুলাই) সকালে গুইমারা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে উপজেলার হতদরিদ্র ও কর্মহীন চারশত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন ।

এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, থানার ওসি মিজানুর রহমানসহ জেলা পরিষদের অন্যন্য সদস্য ও উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় মোট ছয় হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এ ত্রাণ সামগ্রী বিভিন্ন ধাপে বিতরণ করছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ।

মানিকছড়ি উপজেলা:

করোনা মহামারীর চলমান লকডাউনে গৃহবন্দী ও কর্মহীন পরিবারে খাদ্য সংকট দূরীকরণে মানিকছড়িতে ৬শ দুস্থ ও অসহায় পরিবারে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)।

মঙ্গলবার(৬ই জুলাই) সকাল ১১টায় উপজেলা টাউন হলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: জয়নাল আবেদীন এর সভাপতি এবং ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো: শফিকুর রহমান ফারুক এর সঞ্চালনায় এ মানবিক সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন ২৯৮নং খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তুুনির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় অতিথি হিসেবে ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপু, সাবেক চেয়ারম্যান কংজুরী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, খাগড়াছড়ি পৌরসভা মেয়র ও জেলা আ.লীগ সাধারণত সম্পাদক নির্মুলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, মংক্যচিং চৌধুরী, শুভ মঙ্গল চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, এডভোকেট আশুতোষ চাকমা, মো: মাঈন উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ. রাজ্জাক, ভাইস-চেয়ারম্যান মো: তাজুল ইসলাম বাবুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: শাহনূর আলম, ইউপি চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম মোহন, ক্যয়জরী মহাজন, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, মো: আলমগীর হোসেন, যুবলীগ সভাপতি মো: সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মো: জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রুু মারমা নিলয়সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

করোনার চলমান লকডাউনে উপজেলায় কর্মহীন ও দুস্থ মানুষের খাদ্য সংকট দূরীকরণ চার ইউনিয়ন পরিষদে ৬শ পরিবারে মানবিক সহায়তা বিতরণের অংশ হিসেবে উদ্বোধনী দিনে সদর ইউপির ২শ জনের মাঝে পরিবার প্রতি ১০কেজি চাউল, ২কেজি আলু, ১লিটার তেল, ২কেজি ডাল, ১কেজি লবণ, ১কেজি পেয়াজ, ৫শ গ্রাম রসুন প্যাকেটজাত করে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

মাটিরাঙ্গা উপজেলা:

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে পুরো বিশ্ব দিশেহারা। সেই সাথে দিশেহারা পুরো দেশ। প্রতিদিন রেকর্ড হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রানঘাতি করোনার সংক্রমন এড়াতে বিদ্যমান লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে পাহাড়ি জনপদ মাটিরাঙ্গার নিম্ন আয়ের মানুষ। নিম্ন আয়ের কর্মহীন এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার(৬ই জুলাই) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের অর্থায়নে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপু, পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, এ্যাড. আশুতোষ চাকমা, হিরনজয় ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, শতরূপা চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খাঁন, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো: হারুনুর রশীদ ফরাজী প্রমুখ ছাড়াও আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বেধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সরকার। পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগও হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাসে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের সময়ে কোন মানুষ না খেয়ে থাকবেনা। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক ব্যবহারের আহ্বান জানান।

মাটিরাঙ্গা পৌরসভা ও সাতটি ইউনিয়নে একশজন করে আটশ হতদরিদ্র ও নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হবে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বরেন, প্রতি পরিবারকে ১০কেজি চাউল, ১কেজি ডাল, ১কেজি পেঁয়াজ, ২কেজি আলু, ১কেজি লবন ও ১লিটার সয়াবিন তৈল প্রদান করা হবে।

করোনা মহামারীর উর্ধ্বগতি ঠেকাতে সাধারণ জনগনকে যার যার ঘরে থাকার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খাঁন বলেন, অতীতের মতো করোনা মহামারীতেও সংসদ সদস্য মহোদয়ের নির্দেশে আওয়ামীলীগের নেতাকর্মীরা জনগনের পাশে থাকবে।

রামগড় উপজেলা:

রামগড় উপজেলার স্থানীয় পাহাড়ী এবং বাঙালি গরীব দুঃস্থ জনসাধারনের মাঝে ৪৩বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন এর অধীনস্থ বিওপি ও ক্যাম্প সমূহে স্বাস্থ্য বিধি মেনে ৩০০পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত শনিবার ৪৩বিজিবি’র কমান্ডার ও জোন অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল মাজহার এর সার্বিক নির্দেশনায় বিওপি ও ক্যাম্প সমূহে  সুবেদারগনদের মাধ্যমে এসব তাণ বিতরণ করেন।

জানা যায়, বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে ১৫০প্যাকেট ও রামগড় জোন সদর হতে ১৫০প্যাকেট ত্রাণ। এতেছিল  চাউল, আটা, ডাল, লবন ও বিস্কুট। কর্তৃপক্ষ আরো জানান, বিতরণ কালে এলাকার সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে ৪৩বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙালিদের জীবন যাত্রার মান  উন্নয়নে রামগড় জোন এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।