খাগড়াছড়িতে পদ্মাসেতুর উদ্বোধন উদযাপন করলো জেলাবাসীও সামিল
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ”স্বপ্নের ও গৌরবের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারাদেশের ন্যায় উদযাপন করেছেন জেলাবাসীরাও সামিল হয়েছেন। শনিবার(২৫শে জুন) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæু চৌধুরী অপু, পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোসে’র মুখ্য নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, মং সার্কেল চিফ সাচিংপ্রষ্ক চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আবদুল আজিজ, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাশেমসহ জেলা পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়–য়া, আওয়ামীলীগ নেতা মো: নুরুল আজম, জাবেদ হোসেনসহ আনেকে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে খাগড়াছড়ির বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন