খাগড়াছড়িতে শুরু হলো ১০দিনব্যাপি চাকমাদের বিজু মেলা
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে শুরু হলো ১০দিনব্যাপি চাকমাদের বিজু মেলা উৎসব। পাহাড়ে জুড়ে প্রাণের বৈসাবি উৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিঝু নিয়ে বৈসাবি। বৈসু-সাংগ্রাই-বিজু এই প্রথম তিনটি অক্ষরের মিলিত রুপ বৈ-সা-বি। এ বৈসাবিকে সামনে রেখে চাকমাদের জেলাতে শুরু হয়েছে চাকমাদের বিঝু মেলা।
বৃহস্পতিবার(৩০শে মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, সদস্য শতরূপা চাকমা, সদস্য শাহিনা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা শহরের মহাজন পাড়া সূর্যশিখা ক্লাবের মাঠ প্রাঙ্গণে খাগড়াছড়ির নারী উদ্যোক্তাদের উদ্যোগে এ বিজু মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৮ই এপ্রিল পর্যন্ত ১০দিনব্যাপি বিঝু মেলা চলবে। এ মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পোশাক,খাদ্য ও নানান ধরনের পণ্য পাওয়া যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন