খাগড়াছড়ির পানছড়িতে ১২কেজি গাঁজাসহ আটক-২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/khagarachari-panchari-india-lgistic-arest2-man-pic11-03-2023.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে বিশেষ অভিযানে ১২কেজি গাঁজা ও ১টি মাহেন্দ্যসহ ২জনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
শুক্রবার(১০ই মার্চ) বেলা ৩টার দিকে পানছড়ি-লোগাং সড়কের সাঁওতাল পাড়া সংলগ্ন মেইন সড়ক থেকে খোকন চাকমা(২৬) ও সুফল চাকমা(১৯)কে ১২কেজি গাঁজাসহ আটক করা হয়।
তারা উভয়েই রাঙ্গামাটি সদরের চ্যাগাইয়াছড়ি গ্রামের রজনী কুমার চাকমা ও রাঙ্গা চান চাকমা’র সন্তান।
জানা যায়, ব্যবসায়িক উদ্দেশ্যে এসব গাঁজা ভারত সীমান্ত থেকে কিনে রাঙ্গামাটি শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো তারা।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাদের আটক করি। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানের মামলা রুজু করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন