খাগড়াছড়ির বিএনপি-জামায়াতে সন্ত্রাসের বিরুদ্ধে যুবলীগের শান্তি সমাবেশ
খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিএনপি-জামায়াতে সন্ত্রাসের বিরুদ্ধে যুবলীগের শান্তি সমাবেশ আয়োজন করেছে। দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগ।
সোমবার (২৭শে ফেব্রুয়ারী ) বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সামনে থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অথিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া।
মাটিরাঙ্গা পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আরিফ হোসেন‘র সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শওকত আকবরের, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন, মাটিরাঙ্গা পৌর যুবলীগের মভাপতি মো: শাহাদাত হোসেন ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তছলিম উদ্দিন রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম খোন্দকার ও মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: হারুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি-জামায়াত জোটের দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহŸান জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বিএনপি-জামায়াত জোট দেশ ও জনগণের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে।
তারা বলেন, বিএনপি-জামাত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, উন্নয়নে বিশ্বাস করে না, তারা পাকিস্তানী ভাবধারায় বিশ্বাসী। বিএনপি-জামায়াতকে প্রতিহত করে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন