খাগড়াছড়ির যুবলীগ সভাপতি যতন ত্রিপুরার মৃত্যু, শোক
খাগড়াছড়ি পার্বত্য জেলা শ্রী যতন কুমার ত্রিপুরার অকাল মৃত্যুতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ সর্বমহলের শোক প্রকাশ করেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শ্রী যতন কুমার ত্রিপুরার(৫৩) অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী। তিনি বলেন, যতন কুমার ত্রিপুরার মৃত্যুতে আমরা একজন নিবেদিত রাজনীতিবিদকে হারিয়েছি আমাদের এ শূণ্যতা পূরণ হবার নয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর পাঠানো এক প্রেস বার্তায় জেলা পরিষদ চেয়ারম্যান যতন কুমার ত্রিপুরার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সদাহাস্যজ্জোল খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা(৫৩)আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার(৩০শে জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যু খবর শহরে ছড়িয়ে পড়লে খাগড়াপুর নিজ বাড়ি বিভিন্ন স্তরের লোকজন ভিড় করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে লাশের কফিনটি মানিকছড়ি উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে নারিকেল বাগান জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফা, এরপর মাটিরাংগা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে তৃতীয় দফা, সর্বশেষ মানিকছড়ি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। রোববার বিকেলে মানিকছড়ি গাড়ি টানা সাপমারা মহাশ্বশানে দাহ ক্রিয়া সম্পন্ন করা হয়।
যতন কুমার ত্রিপুরার অকাল মৃত্যুতে খাগড়াছড়ির ২৯৮নং আসনে সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরনাথর্ী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী সমমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্ষীয়াণ রাজনীতিক-বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপু, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্ক-এর সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র জাতীয় নির্বাহী পরিষদ সদস্য কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি’র সভাপতি এড. আশুতোষ চাকমা, খাগড়ছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি ও বংগবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সা: সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি সাংবাদিক নুরুল আজম, মারমা উন্নয়ন সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি মংপ্রুু চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে)-এর সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক সৈকত দেওয়ান, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা ও সা: সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতি’র সা: সম্পাদক এস. অনন্ত ত্রিপুরা এবং খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সা: সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ, খাগড়াছড়ি টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের খাগড়াপুরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন যতন কুমার ত্রিপুরা। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌছলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, জেলার মানিকছড়ি উপজেলার গাড়ির টানা প্রত্যন্ত সাপমারা এলাকার সত্তর দশকের শুরুর দিকে জন্ম নেয়া যতন কুমার ত্রিপুরা ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিগত ২০০১থেকে ২০০৫সালে ‘বিএনপি-জামাত’ শাসনামলে জেল-জুলুম ও নির্যাতনের সম্মুখ মুখোমুখি হন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন