খাগড়াছড়ির ৯টি উপজেলাতে করোনার দ্বিতীয় টিকা নিয়ে হতাশা!
খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলাতে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা সাধারন মানুষের হতাশা অবস্থা বিরাজ করছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। চাহিদার তুলনায় টিকা কম থাকায় অনেকে হতাশ হয়ে বাড়ি ফিরেন।
টিকা নিতে আসাদের অভিযোগ, যাদের এসএমএস এসেছে তাদেরও অনেকে টিকা পাননি।
গত ৯ই মে থেকে টিকা শেষ হওয়ায় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল জেলা স্বাস্থ্য বিভাগ। তবে চলতি সপ্তাহে যে বরাদ্দ পেয়েছে তা দিয়ে আজ থেকে কার্যক্রম শুরু করা হয়। ৩০০ জনকে দেয়ার পর টিকা শেষ হয়ে গেলে হট্টগোল তৈরী হয়। পরে পুলিশ গিয়ে উপস্থিতদের শান্ত করেন।
খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে করোনার প্রথম ডোজ পেয়েছে ৩০হাজার ২শ ৩২জন। গত ৯ই মে পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৭হাজার ৮শ ১৭জন। পরবর্তীতে টিকা আসলে আবার দেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন