খানসামায় রেড ক্রিসেন্ট সোসাইটি ও গ্রামীণফোনের উদ্যোগে ত্রাণ বিতরণ
মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় বন্যার্তদের মাঝে বাংলাদেশ রড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট ও গ্রামীণফোনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার ভাবকী ও খামারপাড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারে মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ভাবকী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০টি পরিবার ও খামারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫ কেজি করে চাল, ১ কেজি সুজি, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ও ১ লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান মো. বজলুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল ও আজীবন সদস্য নুরনবী রবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমূখ।
এছাড়াও ভাবকী ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, উপজেলা প্রেসক্লাব ও মফস্বল প্রেসক্লাব খানসামা শাখার সভাপতি ধীমান চন্দ্র দাস সহ সংশ্লিষ্ট ইউপি’র ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন