খালেদার মুক্তি প্রধানমন্ত্রীর এখতিয়ারে নেই : তথ্যমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/02/Information-Minister.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য। কিন্তু, খালেদা জিয়া কেন কোনো বন্দিকেই মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই। এই এখতিয়ার শুধুই আদালতের। রিজভী বারবার এই আহ্বান জানিয়ে প্রকৃতপক্ষে আদালতের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছেন, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এগোতে হবে। অন্য কোনো পথে মুক্তি সম্ভব হবে না।’
বিএনপি-জামায়াত আলাদা হচ্ছে— সংবাদমাধ্যমে আসা এমন খবরের বিষয়ে তিনি বলেন, ‘খবরে পড়লাম জামায়াতই বিএনপিকে ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ বিএনপি চায় না জামায়াতকে ছাড়তে। যুদ্ধাপরাধে জড়িতদের সঙ্গে নির্বাচন-আন্দোলন করে ভুল করেছি, বিএনপি এমন ঘোষণা দিলে আমরা তাদের সাধুবাদ জানাতাম।’
তথ্যমন্ত্রী বলেন, ‘এটা বিএনপির কৌশলও হতে পারে। গভীর প্রেম অনেক সময় সমাজে জানাজানি হলে প্রতিরোধ আসে, তখন প্রেমিক-প্রেমিকা নানা ভান ধরেন। এটা তেমন কৌশল কিনা দেখতে হবে।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন