খেলেতে গিয়ে মাঠেই ফুটবলারের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/11/sirajganj-245524.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের সাবেক কৃতী ফুটবলার আব্দুর রশিদ বাবলা (৫৫) মারা গেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রহমতগঞ্জ সুতালকল খেলার মাঠে এক ফাইনাল খেলায় সাবেক খেলোয়াড় হিসেবে খেলার সময় স্ট্রোক করে মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় রহমতগঞ্জ সুতাকল মাঠে তার জানাজা ও রহমতগঞ্জ কবরস্থানে দাফন কার্যসম্পন্ন করা হবে।
তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শেষ জীবন পর্যন্ত তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ছোনগাছা শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন ও জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড়রা।
তথ্যসূত্র: সময় টিভি নিউজ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন