গদি বা মোদীর রাজনীতি করি না : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গদি বা মোদীর রাজনীতি করি না, নতুনধারার রাজনীতি জনগনের মৌলিক অধিকার রক্ষার জন্য।
১৩ মার্চ বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ বিডব্লিউএফ মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্বাধীনতা বনাম মৌলিক অধিকারের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে এতে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান নায়লা ইসলাম, সদস্য রাকিব হাসান শাওন, স্বপন দত্ত, রিয়াজ সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে কতগুলো লোভি-লম্পট-টাউট-বাটপার রাজনীতিকের মুখোশ পড়ে যুক্ত হয়েছে। এরা রাজনীতির অন্তরালে সরকারের অর্থায়নে লোক দেখানোর জন্য ‘ব্যর্থ সরকার গদি ছাড়’-এর মত জঘণ্য শ্লোগান দিয়ে পোস্টার ছেপেছে। এসব গৃহপালিত সরকারের রাজনীতিকদের হাত থেকে যেমন নতুন প্রজন্ম মুক্তি চায়; তেমনি নির্মমতার রাজনীতির ধারক ক্ষমতাসীন দলের রাজনীতিকদেরকেও চায় না জনগন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন