গরু আনতে গিয়ে ষাঁড়ের শিঙের গুঁতোয় লাশ হয়ে ফিরলো শিশু!
এক মা তার শিশু কন্যাকে নিয়ে বাড়ীর পাশের মাঠ থেকে গাভী গরু আনতে যান। ওই সময় মাঠে থাকা একটি ষাঁড় দৌঁড়ে এসে অচমকা শিং দিয়ে শিশুটির পিঠে গুঁতো মেরে মাটিতে ফেলে পরে দু’পা দিয়ে আঘাত করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে বোরবার দুপুরে শ্রীপুরের পাঠানটেক এলাকায়।
নিহত শিশু জোনাকি আক্তার (৬)। সে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
কান্নাজড়িত কন্ঠে ঘটনার বর্ণনা দিয়ে নিহত শিশুর মা রওশন আরা বলেন, দুপুরবেলা জোনাকিকে সাথে নিয়ে বাড়ীর পাশে শালবনের ভেতরের মাঠ থেকে গরু আনতে গেলে একটি ষাঁড় দৌঁড়ে এসে আচমকা শিং দিয়ে পিঠে গুঁতো দিয়ে মাটিতে ফেলে পরে দু’পা দিয়ে আঘাত করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেয়ে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেও আহত হন বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.মুনজুরুল ইসলাম জানান, পাঠানটেক এলাকার খোরশেদ আলমের ষাঁড়ের গুঁতোয় শিশুটি নিহত হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন