ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/Gaibandha-PHOTO-05.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওয়তায় আন্তঃক্লাব সংগীত, আবৃতি চিত্রাঙ্কন, দৌড়সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের শিক্ষক কানিজ নওশাদ তিতাস ও উম্মে রফিয়া প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন