গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুঘর্টনায় ৪ জন নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রংপুর-বগুড়া মহাসড়কের তালতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৪ সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেয়া হয়েছে। নিহতরা হলেন, উপজেলার তালুকানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বোরহানের ছেলে আব্দুল লতিফ(৪২),পলাশবাড়ী উপজেলার শ্রীতলা গ্রামের আবু বক্করের ছেলে ইদ্রীস আলী (২৮) ও একই গ্রামের এনামুল হকের ছেলে রোহান (২২)।নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস বিপরিত দিক থেকে আসা ওই সিএনজি অটো রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩জন এবং হাসপাতালে নেয়ার পথে ১জন যাত্রী মারা যান। এসময় ১জন গুরুতর আহত হোন।
নিহতরা সকলেই কোমরপুরগামী ওই সিএনজিটি যাত্রী বলে জানান হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম। তিনি আরও জানান, তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন