গাইবান্ধায় পূর্ব শত্রুতার জেরে ধানের বীজ তলায় পরিকল্পিত বিষ প্রয়োগ

গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের উত্তর গিদারি ডোবারবাতা গ্রামে জমিজমার ঘটনায় পূর্ব শত্রæতার জের ধরে কৃষক ফয়জার রহমান ও খয়বর রহমানের প্রায় ১৫ বিঘা জমিতে রোপণের জন্য বীজতলায় বিষ প্রয়োগ করে পুড়ে ফেলা হয়েছে।

অভিযোগে জানা গেছে, ডোবারবাতা গ্রামে মঙ্গলবার রাতে ফয়জার রহমান ও খয়বর রহমানের একই এলাকার মৃত সইরুদ্দিনের ছেলে সবুজ মিয়া, সুজন মিয়া, সুজা মিয়া ও মৃত ইউনুস আলীর ছেলে আকাব্বর আলী, মো. দুলু, গোলাপ উদ্দীনের ছেলে শাহনীল রাতের আঁধারে ঘাস মারার বিষ প্রয়োগ করায় ধানের বীজ তলা পুড়ে গেছে। গত বছরও ফয়জার রহমানের ৭০ শতক জমিতে সবুজ মিয়া ও তার লোকজন ধানের বীজ তলায় বিষ প্রয়োগ করেছিল। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

এব্যাপারে ফয়জার রহমানের সাথে কথা হলে তিনি জানান, গত বছরের ঘটনায় এলাকাবাসী ও চেয়ারম্যানকে জানিয়েও কোন সুবিচার পায়নি। তাই তিনি গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করে অপরাধীদের দ্রুত বিচার দাবি করেন। গিদারি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু বলেন, আমি ক্ষতিগ্রস্ত ওই বীজতলাটি দেখেছি। তবে কারা এই বিষ দিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ধরতে পারলে অপরাধীদের বিচার করা হবে।