গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/AndroVid_9978.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে ট্রাকের ধাক্কায় শাম্মী আক্তার (২২) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা শিশু সন্তান গুরুতর আহত হয়।
বৃস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে পৌর শহরের চতুরঙ্গ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শাম্মী আক্তার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের স্বপ্নীল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান,ওই সময় শাম্মী আক্তার তার শিশু সন্তানকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক থাক্কা দিলে ছিটকে গিয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। আর শিশুটি আহত হলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে নিহত শাম্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় চালক পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন