গোপালগঞ্জ মেয়র শেখ রকিবের সরকারি শিশু পরিবারে পোষাক বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/received_577291287855249-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে পোষাক বিতরণ করেছেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।
বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়র রকিব নিজস্ব অর্থায়নে গোপালগঞ্জ এতিম সরকারি শিশু পরিবারে বালকের মধ্যে এ পোষাক বিতরণ করা হয়।
গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারের আয়োজনে এ পোষাক এতিম শিশুদের মাঝে ঈদ উপলক্ষে উপহার দেওয়া হয়। গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।
এসময় মেয়র শেখ রকিব হোসেন বলেন, ‘এতিম শিশুরাও আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ। তাদের পিতা-মাতা না থাকলেও আমরা তাদের পরিবার-পরিজন। তাদের সুখ-দুঃখে আমাদের তাদের পাশে থাকা উচিৎ। ঈদ উপলক্ষে নিজস্ব অর্থায়নে এতিম বাচ্চাদের পোষাক কিনে দিয়েছি। আমি প্রায়ই তাদের খোঁজ খবর নেই। নিজের সার্মথ্য অনুযায়ী তাদের আর্থিক সহায়তা করি। দেশের মানুষ ভালো থাকলে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত তাঁর পরিবার সহ সকল শহিদের বিদেহী আত্মা শান্তি পাবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন