গোপালগঞ্জে নিখোঁজের ১৩ দিনেও উদ্ধার হয়নি ভ্যান চালক আকাশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/received_940686500839757-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নিখোঁজের ১৩ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ভ্যান চালক আকাশ মাতুব্বরকে (১৭) এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তার পরিবার। নিখোঁজ আকাশ মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশোরদী ইউনিয়নের দামদরদী গ্রামের সাহালম মাতুব্বরের পুত্র।
এ নিয়ে আকাশ মাতুব্বরের বাবা সাহালম মাতুব্বর গত ৯ ফেব্রুয়ারী নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আকাশের বাবা সাহালম মাতুব্বর বলেন, গত ৬ ফেব্রুয়ারী সকালে বাড়ি থেকে ভ্যান গাড়ী চালানোর উদ্দেশ্যে বাহির হয়ে যায়, এরপর আর ফিরে আসে নাই। অনেক খুঁজাখুঁজি করে পরদিন সকালে পাশ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খালিসাকান্দি কবরস্থানের সাথে বাগানে আমার ছেলের ভ্যান এবং পায়ের একটি জুতা পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার ছেলেকে পাইনি।
তিনি আরও বলেন, ১৩ দিন পার হয়ে গেছে। ছেলে কোথায় আছে, কেমন আছে, কোনো কিছুই জানি না।
নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন