গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/Gaibandha-Pic-GGOKTB-864x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুর বিভাগের গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর পরিদর্শন শেষে ওইসব পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা দক্ষিণপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডে ৯টি পবিার ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা দক্ষিণপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী মো. অফিসার আরিফ হোসেন।
এসময় হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইউপি সদস্য ফিরোজ কবির মন্ডল ও জাহিদুল ইসলাম বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন