গোলাম রহমান ব্রাইট এর কবিতা ‘কতোটা ভালোবাসি’
কতোটা ভালোবাসি
ডা. গোলাম রহমান ব্রাইট
তোমাকে দেখলেই বিমর্ষ মনে ভুলে যাই সব খেই
কত কথার মালা সাজিয়ে রাখি বলতে গেলে মনে নেই।
অজ্ঞাতে ভাবি সবই বলবো কাছে গেলে যাই থেমে
গহীনে জমা ভালোবাসার কথা মনে হলে যাই ঘেমে।
তীব্র যন্ত্রণা জাগে অহর্নিশ নিঃশেষে যাই ক্ষয়ে
হৃদয়টা আমার হচ্ছে চৌচির নিরবে যাচ্ছি সব সয়ে।
মনের জমিনে অগণিত স্বপ্ন নিথর হয়ে পড়ে আছে
অব্যক্ত কথাগুলো অকপটে বলবো যবে পাবো তারে কাছে!
মনটা ভীষণ বিষাদিত থাকে বাহ্যিকতার অন্তরালে
হাসির আড়ালে গুমরে কাঁদে প্রেমেরই ইন্দ্রজালে।
কুয়াশা সিক্ত রোদেলা দিন পুরোটা গেলো কেটে
বাস্তবতার যাঁতাকলে চিন্তা পিঁষে দু’দানাও যায় না পেটে।
মনের আকুলতা বেদনার রঙে হুমড়ি খেয়ে যায় পড়ে
অধীর আগ্রহের তীব্রতা মাড়িয়ে আকাঙ্খারা ভাঙ্গে গড়ে।
কাঁপা কাঁপা কন্ঠের সব কথা শুনে যখনি দেখবে আমায়
সেদিনই অন্ততঃ বুঝবে ঠিক কতোটা ভালোবাসি তোমায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন