চট্টগ্রাম পাবলিসিটি কাউন্সিলের করোনা সংক্রমণ প্রতিরোধে প্রচারপত্র ও মাস্ক বিতরণ
চট্টগ্রাম পাবলিসিটি কাউন্সিলের করোনা সংক্রমণ প্রতিরোধে প্রচারপত্র বিলি ও মাস্ক বিতরণ করা হয়।
ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলর সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ দের সাথে নিয়ে নগরীর আন্দরকিল্লা ও মোমিন রোড এলাকায় পথচারী ও দুস্থ মানুষের মাঝে মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে প্রচারপত্র বিলি, কুশলাদি বিনিময় সহ সচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করেন।
এসময় প্রচারপত্র বিলি ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাশেদা বিনতে ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাথী কামাল, মো. কেফায়েত উল্লাহ আরকান, আঁচল চক্রবর্তী, শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, শিউলী আকতার প্রমুখ।
এসময় নেতৃবৃন্দরা করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে সরকারের ও স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলে সতর্ক থেকে করোনা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। নেতৃবৃন্দরা এসময় এ এলাকায় ৫০০টি মাস্ক ও ১০০০টি করোনা প্রতিরোধমূলক প্রচারপত্র বিলি করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন