সুনামগঞ্জে স্কুলছাত্রীর শ্লীলতাহানি : ছাত্রলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের দিরাই বাজারের সেন মার্কেটে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সোহেল মিয়া ও তার চাচাতো ভাই অভি মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই স্কুলছাত্রীর বাবা নিজেই দিরাই থানায় মামলা দায়ের করেছেন।

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে দিরাই থানা এলাকার সেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

অভি মিয়া দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সেন মার্কেটের একটি দোকানে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর শ্লীলতাহানি করে সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য নাজমুল হকের ছেলে অভি মিয়া।

এ সময় আশপাশের লোকজন সেখানে জড়ো হয়। খবর পেয়ে অভির চাচাতো ভাই, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সোহেল মিয়া সেখানে উপস্থিত হয়। সোহেল ওই ছাত্রীকে ধমক দিয়ে বলে, এ ঘটনা কাউকে জানালে এসিড দিয়ে মুখ ঝলসে দেয়া হবে। ভয়ে ওই তরুণী সেন মার্কেট থেকে বের হয়ে গিয়ে তার পরিবারকে অবগত করে।

পরে এ ঘটনায় ছাত্রলীগ নেতা সোহেল ও অভিকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।