চলতি বছরের প্রথম তিন মাসে ১৫৫ শিশু ধর্ষণের শিকার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/logo_Low_black.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চলতি বছরের জানুয়ারী-মার্চ, এই তিন মাসে ধর্ষণের শিকার হয়েছে ১৫৫ শিশু। একই সময়ে বিভিন্ন বিরোধে ১৪৪ শিশুকে হত্যা করা হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০২১ সালের ১ জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের ৯টি জাতীয় দৈনিক ও একাধিক অনলাইন গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আসক।
প্রতিবেদনে বলা হয়, এই তিন মাসে ২৩৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ সময়ে ২২ জন নারী যৌন সহিংসতা, ৮ জন নারী এসিড আক্রমণের শিকার, ১০৭ জন পারিবারিক সহিংসতার শিকার ও ৩৫ জন নারী যৌতুক না দিতে পেরে সহিংসতার শিকার হয়েছেন। একই সময়ে ৫ গৃহকর্মী মারা গেছে।
আসকের এই প্রতিবেদনে বলা হয়, এ সময়ে সংখ্যালঘুদের ৯৪ টি ঘর আক্রান্ত হয়েছে, ভাঙচুর হয়েছে ৩৪ টি উপাসনালয়।
আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১৪ জন, কারাগারে ১৪ জন ও রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে ৩৬ জন মৃত্যুবরণ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এই তিন মাসে ৬৫ জন সাংবাদিক সহিংসতার শিকার হয়েছেন। ৫ জন গণপিটুনির শিকার হয়ে এবং ৩ জন সীমান্তে মৃত্যুবরণ করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন