চুয়াডাঙ্গায় জাম খাওয়া হলো না যুবকের
চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে নাসির উদ্দীন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) জামগাছ থেকে ৩০ ফুট নিচে পড়ে মৃত্যু হয় তাঁর।
মৃত নাসির উদ্দীন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের আকবার আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ীর পাশে থাকা নিজের গাছের জাম পাড়তে যায় নাসির। সেসময় জামের ডাল ভেঙে উপর থেকে মাটিতে পড়ে যায়। স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করার করে। সেখানে অবস্থান অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দ্রুত রাজশাহীতে নেয়ার পথিমধ্যেই মৃত্যুবরণ করেন তিনি।
মৃত নাসিরের ভাই আহম্মদ আলী জানান, অসতর্কতাবস্থায় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেলে মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী নেয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন