চৃয়াডাঙ্গায় মধ্যরাতে বি‌জি‌বির সাহ‌সি অ‌ভিযান; অ‌স্ত্রের চালান উদ্ধার

চুয়াডাঙ্গায় সাহ‌সিকতার সা‌থে অ‌ভিযান চালি‌য়ে অ‌স্ত্রের চালান উদ্ধার করেছে বি‌জি‌বি-৬ সদসরা।

শনিবার (১৪ জানুয়ারী) দিবাগত মধ‌্যরা‌তে জেলার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা ফুলবাড়ী সীমান্ত থে‌কে ৯টি বিদেশী এয়ারগান উদ্ধার করা হয়।

বি‌জি‌বি সূ‌ত্রে জানা য‌ায়, ফুলবাড়ী সীমান্ত দি‌য়ে গভীর রাতে অ‌বৈধ অ‌স্ত্রের চালান নি‌য়ে ভারত থে‌কে এক চোরাকারবারী ‌বাংলা‌দে‌শে প্রবেশ করবে। এমন গোপন সংবা‌দ পে‌য়ে রাত বা‌রোটার দি‌কে টহল কমান্ডার নায়েক ফারুক হোসেন সঙ্গীয় টহলদল নিয়ে সীমান্ত পিলার ৮৫/৮৬-এর কাছে শূন্য লাইন এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর মাথায় বস্তাভ‌র্তি অস্ত্র নি‌য়ে ওই চোরাকারবারী‌কে আস‌তে দেখ‌লে ধাওয়া করে বি‌জি‌বির সদস‌্যরা । ‌সেসময় চোরাকারবারী তা‌দের‌কে দে‌খে মাথা থে‌কে বস্তাভ‌র্তি অ‌স্ত্রের চালান ফে‌লে দৌ‌ড়ে ভার‌তের অভ‌্যন্ত‌রে পা‌লি‌য়ে যায়। ত‌বে বস্তার ভেতর থে‌কে তিন‌টি কার্টু‌নে থাকা ৯টি অত্যাধুনিক বিদেশী এয়ারগান উদ্ধার ক‌রে বি‌জি‌বি সদস‌্যরা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক পিএসসি জানান, এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান ছিল। এয়ারগানগুলো থানায় জমা দেয়া হয়েছে।